মাঝে মাঝে মনে হয় কত কী যে করি
সাথে আছে হাত দুটি কাকে আর ডরি।
আগু পিছু নাহি ভাবি মোরা পথ চলি
মন চায় করি তাই বিবেক কে ভুলি


পুঁথিগত বিদ্যার মোরা করে জলপান
নাড়ি ধরে নাড়ে নিকো বিবেক দংশন
ফল চাই ফুল চাই এখনই চট জলদি,
কত কিছু ফাঁদ পাতি লাগায় যে ফন্দি।


মহাকাল চুপিসারে রেখে  তার ছন্দ
পল পল পথ চলে রয় নাকো অন্ধ।
যত ভাবো খুশী হয়ে আমি ভাই মুক্ত
ভেবে দেখো তব কাজ প্রতিবেশী যুক্ত।


বাঁচো বাড়ো যত পারো প্রকৃতির সঙ্গে
না হ'য়ো স্বার্থপর তুমি জীবনের জঙ্গে।
ভোগবাদী বাসনায় হয়ো নাকো মত্ত
রয়ে সয়ে ভোগ ক'রো যা প্রকৃতি দত্ত। ====================