হে জীবন বিধাতা, জীবন কর্তা, হোতা,
চলার পথে দাও দেখা!দাতা, তুমি ই ত্রাতা।
ফেলে আসা দিনকথা ছবি হ'য়ে ফোটে,
কর্মময় ব্যস্ততায় মোর দিন গুলি ছোটে।


কভু  দিনান্তের প্রান্তে, প্রশ্ন উঠে জাগি,
জীবনের প্রকৃত লক্ষ্য স্থিরিবারে লাগি।
ভ্রমি লোক লোকান্তরে ভাসিয়া বেড়াই
আদি অন্ত গন্তব্যের হিসাব নাহি পাই।


জীবন উৎস,উদ্দেশ্য,চিন্তা রাশি রাশি
অবিশ্রান্ত বিমূঢ় বিভ্রান্তি নিয়ে আসি।
যুক্তি না বিশ্বাস? এ-র গোলকধাঁধায়
জীবন লক্ষ্য পথ হারিয়ে থমকে দাঁড়ায়।


অনন্ত বিশ্বজোড়া চলছে যে প্রাণের ধারা
স্রোতে তারই জীবনতরী ভাসিয়ে দিয়ে
ছাড়া।
কর্ম না ভাগ্য ভেবে যবে হচ্ছি নাজেহাল
ছেড়ে দিয়ে নাওয়ের হাল,
তুলে তোমার নামের পাল
জীবন তরী উথাল পাথাল টালমাটাল
স্রোতে,
অনুভবি,পূর্ণ ভাবে নিজেরে আত্ম- সমর্পিতে।
====================