উত্তাল নদী জলে
এক খানি নৌকা,
ঝুপঝাপ জাল ফেলে
পেলে কোন মওকা।


কালো রাত নিঝুম রাত
জোনাক শুধু জ্বলছে,
আজ কপাল দেবে সাথ
হৃদয় তার বলছে।


জেলে জীবন জল জীবন
কষ্টের নাইকো শেষ,
পান্তা ফুরোয় আনতে নুন
সুখের দেখা, নেই যে লেশ।


সাঁঝ বিকেলে নৌকা নিয়ে
নদীর বুকে মাছের তরে,
মাছ যে কোথায় লুকোয় গিয়ে
নদী-মায়ের বিশাল চরে।


লড়াই ক'রে ঋড় ঝঞ্ঝায়
তাদের যে বাঁচা বাড়া।
বারো আনা ভাগ যে যায়
জাল নৌকা বাবদ ভাড়া।


সিকি ভাগের ভরসা ঘিরে
জেলে-বৌয়ের হত্যে দেওয়া,
মাঝি কখন আসবে ফিরে
স্বস্তির একটু ছোঁওয়া পাওয়া।


মাঝি জানে জালের টানে
অনেক মাছ পড়লে পড়ে,
দামতো নামে নীচের পানে
কাল সকালে মাছ বাজারে।


সারাটা রাত উদোম গায়ে
নেংটি মাত্র করে সার,
জ'লো শীতল হাওয়ায় নেয়ে
সম্বৎসর করে সে পার।


শরীর ব্যামো নেই পরোয়া
পেটের তরে গতর খাটা,
বৃষ্টি বাদল ঝোড়ো হাওয়া
লড়াই জারি বুকের পাটা।


কী বা হবে সাতপাঁচ ভেবে
জন্মে তোমার ভাগ্য লিখন,
খাটতে খাটতে জীবন যাবে
এইতো অভিজ্ঞতার শিখন।
===============