ক্লান্ত আমি পথ চলেছি অযুত বছর ধরে
কে দেবেগো নিঝুম ঘুম
কে শোনাবে ছড়ার ধুন
পথপ্রান্তে রইছি বসে কানটি খাড় করে।


কোন সে অতীত দিন কথা ছায়াছন্নময়
মাঝে মাঝে দেয়গো ধরা
কল্পলোকের দিয়ে সাড়া
তবু আমি বুঝতে নারি আমার পরিচয়।


হয়তো আমি পথ হেঁটেছি উজ্জয়িনীপরে
ইতিহাসের পাতায় পাতায়
কিংবদন্তির গল্প গাথায়..
হারিয়ে আছি ভিন্ন ভাবে মানুষ রূপ ধরে


চেতন অচেতন মধ্যে পথ যে মোর চলা
মূর্ত বা বিমূর্তের মাঝে
চলা মোর থামে না যে
বাড়তে থাকে জমতে থাকে অভিজ্ঞতা ঝোলা।


কত দুঃখ সুখের ডোরে চলে জীবন বাওয়া।
উথাল-পাতাল শান্ত ধীরে
হই আগুয়ান উন্নত শিরে
পৌঁছে যাব জীবন লক্ষ্যে লাগিয়ে পালে
হাওয়া।


দাঁড়টি ধরি শক্ত করি যতই এগোয় ভাই,
শ্রান্ত চরণ ছন্দ পতন,
কত বার যে পদস্খলন,
আর পারি না জাগতে আমি ক্লান্ত মগন তাই।


শুনেছি তুমি শোনাও গান শ্রান্ত জীবন পথিক,
গানের তরী ভাসিয়ে দিয়ে
পাড় ক'র পারানি নিয়ে
শোনাও গান মধুর সুরে উৎরে দাও সঠিক।


ঐ শোনা যায় আলোছায়ায় মৃদু মঞ্জীর ধুন,
সাঙ্গ ভবে পথ হাঁটা
হটিয়ে দিয়ে যত কাঁটা
চরম লক্ষ্যে পৌঁছে যাব কান পেতে ঐ শুন।।
====================