অনন্ত জিজ্ঞাসা আবহমান
জীবন রহস্য সৃষ্টি,
মায়া জড়ানো অচেতন চেতন
মাঝে লুকানো তব দৃষ্টি।
কী খেলা খেলিছো ভগবান?
করিতে কাহারো রিষ্টি,
কিম্বা তোমার উচাটন মন
করিছে আশীষ বৃষ্টি।


প্রতি রাত দিন জাগ্রত, জাগে
শরীরে মানব আত্মা
দিনমানে ভগবান ভাগে
রাতে পায় প্রকৃত বার্তা।
মহাজাগতিক বিচ্ছুরণ লাগে
অমৃতময় তার যাত্রা।
ঊর্ধ মুখী মিলন মাগে
জীবন ভর তৃষ্ণার্তা।


জাগ্রত দিনে খপ্পরে পড়
হ'য়ে জাগতিক শয়তান।
লোভ লালসা ষড়রিপুর
বলি হয়ে কৃত্রিম বলবান।
সোহং! জারি, আমিই বড়
মেটাও বাহ্যিক আকর্ষণ
স্রষ্টার থেকে চলে যাও দূর
খেলিয়া মায়াবী খেলা মলিন।


বিশ্বময় চলছে যে ভাই
মহাজাগতিক চলচ্চিত্র,
জন্ম মৃত্যুর নামা ওঠায়
ধাইছে জীবন বৈচিত্র্য।
আলো আঁধারি ছায়াময়
খেলায়,মানব কুশীলব মাত্র।
ধেয়ানে ধেয়ানে ধরা দেয়
অবচেতনে ভূমন্ডল সত্র।।