কু ঝিকঝিক কু ঝিকঝিক
            চলছে রেলের গাড়ি।
এদিক ওদিক মারছে ঝিলিক
            দিচ্ছে পথের পাড়ি।


পাহাড় পথেের প্রতি বাঁকে
           ঝলকে ওঠে নতুন পট,
ক্ষনিক দেখা,ক্ষনিক ফাঁকে
              হচ্ছে হঠাৎ  অপ্রকট।


গাড়ি কখন নামছে নীচে
        কখন চড়ছে পাহাড়,
গাড়ির দোলায় হৃদয় নাচে
         যোগায় মনের আহার।


গাড়ি থামছে কত ইস্টিশানে
       নামছে উঠছে এই ট্রেনে,
হোকনা যতই কম চেনা
        হারিয়ে যেতে নেই মানা।


জীবন গাড়ির চলার পথ
       মানুষ ভেদে হয় তফাত,
থামবে হঠাৎ নেই কথা
     দিয়ে বিয়োগ বিধুর ব্যাথা।


কান্না হাসির পিছল পথ
       নিতে হবে হাজার শপথ,
লোভ লালসার হাতছানি
        ঝলমলে দেখ্ স্টেশনখানি।


মিলিয়ে নিয়ে বিবেক বাণী
               যুক্তি ও বুদ্ধি শানি,
পিছল পথে পা ফেলে
           জীবন পথে যা চলে।


কত লোকের যাওয়া আসা
           ক্ষনের তরে পাশে বসা,
কথা কওয়া, ঝগড়া ঝাঁটি
      লাভ লোকসান, বাটনা বাঁটি।


জেতা জিতির নিয়ে পক্ষ
     হারিয়ে ফেলে জীবন লক্ষ্য,
চলছে জীবন রেলের গাড়ি
          অদৃষ্টেরই হাত ইশারি।


নামছে গাড়ায় উঠছে চড়ায়
          হিসাব কিন্তু গন্ডা কড়ায়
জমার খাতা হইবে শূন্য
         তোমার হবে যাত্রা পূর্ণ।।
====================