শুনো হে কৃষক ভাই,
দিন দুনিয়ার কর্মযজ্ঞে
তোমার তুলনা নাই।
কঠিন মাটিকে কর্ষণ করি,
ফসল ফলাও প্রাণ উজাড়ি,
বাঁচে জান মান পণ্য ভোগ্যে
পৃথ্বী সচল সজল তাই।


প্রকৃত মান তাহারা না পায়,
কিম্বা ফলিত ফসলের দাম,
ছলে বলে তোমারে ঠকাতে চায়।
রচিত হয় যে সরকারি আইন,
নিচোড়ি তাদের শ্রম দিন দিন,
যারা ফেলিয়া পায়ে মাথার ঘাম,
ভাবে নাকো,আছে কি তাদের সায়?


জেগেছে আজি কৃষকেরা সব,
পথে নেমে এসে করে প্রতিবাদ,
'দিল্লি দখল' ওঠে কলরব।
মানিবে না তারা নয়া কানুন,
নোয়াবে না মাথা সরকার জানুন।
মাঠে মাঠে তারা করে যে আবাদ,
ঠিক দাম পাওয়ার চায় সে জবাব।