অলস মধ্যাহ্ন কালে
সময় বহিয়া চলে,
আপনার লয় আর ছন্দ।


দূরে দৃষ্টি অপলক
হৃদয়ে উঠিছে ঝলক,
কৃতকর্ম,ভালো বা মন্দ।


সময়-যন্ত্রে চড়ি
পিছু পানে নজর করি,
প্রতিভাত দুঃখ ও আনন্দ।


ছিল যে শৈশব কাল
পিতৃ মাতৃ রক্ষা ঢাল,
খেলিতাম যা মনপছন্দ।


না ছিল চিন্তা রাশি
জীবনে ভাসি আসি,
লাগাতো মনে মোর দ্বন্দ্ব।


দেখিতে দেখিতে কাল
মাস বৎসর সাল,
আইল জীবনে যত খন্দ।


ভাগ্য না পুরুষকার
জীবনের কী সারাৎসার?
হাজিরিলো মহা ধন্দ।


মনেতে যা কিছু ভাবি
উলট্ হয়তো সবই,
হারায় জীবন-সৌগন্ধ।


সংসার সমুখ সমরে
কাল সবই লয় করে,
সুখ-পাখি উড়ান আজ বন্ধ।


ক্লান্ত দেহ শ্রান্ত মনে
দিন গুণি সংগোপনে,
জীবন মধ্যাহ্নেই আমি অন্ধ।।
=================