সহসা ভাঙ্গিল ঘুম অব্যক্ত পুলকে,
দেখি আকাশে ভাসি হালকা হাওয়ায়,
টানে মোরে যেন বুড়ির সুতোর ন্যায়,
নীচে মোর দেহ নিয়ে পৃথিবী মুলুকে
জটলা, অশ্রু সজল চাহি অপলকে,
বেদনার্ত মুখে সবে করে হায় হায়।
ছাড়িতে চাহেনা কেহ, পাগলের প্রায়
মাথা কুটে, অশ্রু ঝরে ঝলকে ঝলকে।


হেথা আমি হতবাক! দেখি দুঃখ শোক।
আমার তো নেই কোন যন্ত্রণার লেশ,
সাথী মোরে লয়ে চলে হয়ে উর্ধমুখ।
স্থির হ'তে নাহি পারি,দেখি পৃথ্বীলোক,
অনুভবি,দূরীভুত আজ দেহ ক্লেশ,
মুক্ত আমি!বুদ্ধ আমি!উন্মুক্ত আলোক।।
====================