ও মন মাঝিরে বৈঠা তুর কেমনে বাইয়া যাও?
দিনে রেতের মাঝখানে কোন অকূল
সমুদ্দুরে?
কুথা হতি যাত্রা তুয়ার কুথা পাইলা
নাও?
ভাইব্যা দেখ্ ভব নদী তুই কেমনে
যাবি পাড়ে?
হেই সামালো, তুয়ার নাও আজকে
তুফান মাঝে,
মানতি হবি, উয়ার লজর, পিছে
সকল কাজে।


উথাল পাথাল ঢেউয়ের মাঝে নাও যে
তুর ভাসে,
মনটা মাঝি উদাস রাখ্যি ডরকে হটাও
দূর,
টাইন্যা যাও জিওন ভোর ধইরা দাঁড়
কষে,
হৈ দিখ্যা যায় পাড় নিশানা চিকাই বালু
চর!
পিছাই যাবার নাই তো সুলুক নাও ভিড়ানো পর।
দিনের আলো ডুবতা দেখ্যি ছটফটানি
তোর।


দিনে রেতের খেলা রে ভাই চলছে জীবন ভোর,
আসা যাওয়ার কাহানী যে খুলছে
কাছি ডোর।
জীবন মাঝি বইস্যা থাকে পারঘাটারি
ঘাটে,
পূণ্য পাপের কাঁটা দিয়ে জিওন টারে
মাপে,
সাচ্চা হয়্যা দিন গুজারি জিওন যদি
আঁটে,
কীস্যার লগে ধুকপুকানি জানটি তুর
কাঁপে?


ভরসা রাইখো কামের 'পর, যতই ঝঞ্ঝা
ঘনাক,
বিজলি চিকুর আসমানে যতই হাঁকার
হাঁকাক,
সব ছাইড়া দিয়া মন যেন তাঁর চরণে
গঁড়াক,
উৎরে যাতি কড়া বাধা সামনে যতই
দাঁড়াক।।
====================