মন রে!আজি বৃন্দাবন সেজে ফুল সাজে
উলসিত বিলসিত কানহা রাই লাগি,
পিক কোকিলের কুহু তানে জাগি,
কদম্ব কাননে,তালি তমাল মাঝে।
উন্মনা ভ্রমরা ফুলে ফুলে অলি,
মিলন সন্দেশে জাগরিত কলি।


নরম নীলিমায়,আকাশের বুকে রাজে
উন্মীলিত আঁখি, চাঁদ, দিকচক্রবালে
নিশ্চুপ নিঝুমতায় পথ পায়ে চলে।
বৃন্দাবন বিলাসীনি গোপিনী সব লাজে,
আকুলি ব্যাকুলি মন,বাঁশরির তানে
ছুটে ধায়,হরিণীর প্রায় কুঞ্জ পানে।


মন উতলা ময়ূর, কেকা ধ্বনি মাঝে
পদ ছাঁদে ঠমকি ছমকি পেখমে নাচে,
রাইকিশোরী শ্যামের ভালোবাসা আঁচে।
জগৎ জুড়ে জীব মাঝে, অনু-বৃন্দাবনে
প্রেমের লহরী লয়ে, সদা বাঁশরির তান,
অনুভূতে, অন্তর্লীন হও হৃদয়ে মগন।।