মন!তুমি অবাঙমানসগোচর!
মন, তুমি চেতন অচেতনের
মাঝে এক বিস্তৃত সমুদ্দুর -


যার উৎস লাগি মানব মরিয়া
যুগে যুগে তত্ত্ব ও তথ্য মথিয়া,
মেলাতে চাহে মিলিতে চাহিয়া
করিয়া জাহির, করে হাজির,
তবু,মন তুমি অবাঙমানসগোচর।


বাস্তবাদীদের কাছে দাও হাজিরি,
শুধু যেন রসায়ন এ-র কারিকুরি,
সম আর বিষমের বিভব প্রভেদ
তাই নিয়ে যত ভেদ ও বিভেদ,
নিখিল বিশ্ব -মন রয় গতিময়,
মন! তুমি স্বতই রহস্যময়।


পরাবাস্তবাদীদের কাছে অজ্ঞেয়-
এক পরম অলিন্দ-অনুভূতিময়,
সুখ দুঃখ রহিত, উন্নীত পর্যায়।
ধীমান, গুণীদের গম্য নিশ্চয়।


উপনীত হ'তে সেই সুরত স্রোতে
কাটে কত জন্ম,জন্মান্তর ব্রতে,
পাইতে ধরিতে লক্ষ্য তাহার।
মন!তাও তুমি,অবাঙমানসগোচর।।