মুক্ত করো মুক্ত করো এই বদ্ধ জীবন...
ছন্দে ফেরাও ভয়কে হটাও,হে বিপত্তা-
রণ।
বুঝতে নারি কার বা পাপে জীবন আজি
রুদ্ধ,
কী খেলা খেলিছো হে রুদ্র!করিতে সৃষ্টি
শুদ্ধ।


বিশ্ব মাঝে এ কী প্রকাশ তোমার ধংস
লীলা?
বুঝিতে নারি অন্তরে মরি দেখিয়া তব
খেলা।
আমরা দেখেছি মারণ যুদ্ধে মানুষের
হাহাকার,
দগ্ধ হয়ে লড়াই করেছি স্থাপিতে শান্তি
সবাকার।


নতুন ভাবে তুমি যে খেলিছো লইয়া তব
সৃষ্টি,
অজানা আজিও পাইনি ভাবিয়া তোমার
দন্ড রীতি।
নীরবে ঘাতকী হানিছো যে তোমার মৃত্যু
শেল
তোমার সৃষ্ট বিজ্ঞানী কুলের হইতেছে দম ফেল।


লড়াই জারি রেখেছে তারা করোনা উৎ-
খাৎ,
মানব রূপে তোমারই কাজ করিতেছে
দিনরাত।
চিরকালই দ্বন্দ্বে রাখিয়া মিটাও তোমার
আশ
যাহাতে প্রকৃতি সচল থাকে এ তোমার
অবকাশ।


আমরা দেখেছি ধর্ম নিয়ে মানুষের হানা
হানি,
জাত পাত নিয়ে উঁচু নীচুতার বর্বর মানা
মানি।
এবার তোমার করোনা ঘুচায়েছে ভেদা-
ভেদ,
শিক্ষা দিয়েছে মানবে মানুষে নেই তো
কোন প্রভেদ।
==================[=