নদী তার আপন করে,
এপার ভাঙে ওপার গড়ে।
জল তার করে ছলছল,
পরিবেশ করে নির্মল।
গড়ে সমভূমি,ভাঙে মালভূমি, তোমারই ঐ শ্রী চরণ চুমি,
রচি উঠে মানুষের উপভোগ্য,
যোগ্য বাসভূমি।


প্রাচীন সভ্যতার কারিগর,
গড়ে কত শহর নগর!
শিক্ষায় দীক্ষার ফল,
ঝলমল জগৎ উজ্জ্বল।
হোক সে মেসোপোটেমিয়া,
বা সে ব্যাবিলনিয়া
সভ্যতা চৈনিক,
বা হরপ্পা বৈদিক,
লালিত তোমার ধারায়,
এই এশিয়া ধরায়
সমুজ্জ্বল হয়ে আছে
ইতিহাসের পাতায়।


এক এক যুগের অবসান,
তোমার প্রলয় নাচন,
বর্তমান  হয় লুপ্ত,
অতীতের গর্ভে গুপ্ত।
নদী! ব্রহ্মা জীবনদায়িনী,
বৈষ্ণবী,জীব পালিনী


প্রলয় রুদ্র রূপীনী!
সৃষ্টি স্থিতি বিনাশীনি!
তোমারই মাঝে জগজন,
করহে সবে অবলোকন
অনন্ত প্রাণধারা সুরধুনী,
মাতৃরপী পয়োধিরিনী!
সদা জগৎ প্রসবীনি!
===================