নারীর মূল্য মাপে কার দুঃসাহস?
যত বিশেষণেই ঘোষিত তব আভাস,
ধরিতে নারি তুমি যে ধারণ আধার
সর্বংসহা সদা তোমার মাতৃ জঠর।
নারী কত রূপে তুমি যে প্রতিভাত
বিদ্যা, বুদ্ধি, রূপের ছটায় মোহিত।


তব করকমলের স্নেহের আদ্র রস
দোলাও কোলে দিয়ে জীবন আশ্বাস,
শৈশবে মাগো তোমার দুগ্ধে পোষিত
জীবন-পদ্ম ধীরে, লয়ে প্রকাশিত।
চালিকা শক্তি যোগাও হটাতে বাধার
জ্ঞানের আলোকে মনের তমসা আঁধার।


কিশোরী বালিকা উছল জীবন ঝর্ণা,
তালে তালে তাথৈ হরেক বর্ণা,
হাসির পেয়ালা উপচায় প্রতি পদে,
ভালোলাগা উঁকি, মূহুর্তে নিঃশব্দে।
পলে বিপলে গড়ে ভবিষ্যতের নারী
নিতে হবে তাকে ভাবীকাল দায় ভারী।


বুক ফাটে তবু মুখ তার ফোটে না
যুবতী সে যে ঠমকি চমকি চলনা।
দেখা দেয় প্রেম হৃদয় জুরি শিহরণ
স্বপ্ন জরিমা জরিয়ে মানস বিচরন।
অয়ি লাবন্যময়ী! সুন্দর প্রতিমা,
পূর্ণ তার মাঝে, নারীর গরিমা।


প্রকৃতি দানে তব তীব্র সহনশক্তি,
নিজেকে ভাঙি কুটুম কুলে প্রাপ্তি,
লড়াই জারি নিজেকে ধরিয়া তুলি,
সংসার সাজি, স্বার্থপরতা সব ভুলি।
কোমল কঠোরে কাটাও দিবষ রাতি
শত শ্রমেও শুচিস্মিতা! ভালে ভাতি।


নারী তুমি, জাগ্রতা মানবী দেবী!
সভ্যতা উন্নততর যখন তোমা সেবি,
তোমার অপমানিত ইতিহাস,হে নারী!
কাল সলিলে ডুবে, লক্ষ্মী গেছে ছাড়ি।
তোমার পুণ্য পদস্পর্শে ধন্য মানবজাতি
অনায়াসে উৎরেছে কালো কালেরগতি।