সন্ধে বেলা বাসায় ফেরা
       কর্ম ক্লান্ত দিন,
শান্ত নীর আঁধার ঘেরা
       বাজে ঝিঁঝিঁর বীণ।
চন্দ্রালোকে আকাশ ভরা
       প্রকৃতি আত্ম-লীন,
নয় একাকী বিশ্বে মোরা
     পতিত মানবজমিন।
রইছে পড়ে ভুবন ভরা
        নই ঐশ্বর্যহীন,
ভাঙ্গতে হবে বাধার কারা
        হটিয়ে চিন্তা মলিন।


তারায় তারায় পা ফেলে
       মোদের চিন্তা রাশি,
স্বপ্ন দেখার থৈ না মেলে
          ভীড় ক'রে আসি।
  জীবন নদে পাল তুলে
         দাও ভেলারে ভাসি,
হও তুমি ভাই পাক্কা জেলে
        আপন হৃদয় প্রকাশি।
প্রতিদিন জ্ঞান-প্রদীপ জ্বেলে
            আলস্য কে নাশি,
চলার পথে,জীবন-সুধা ঢেলে
           নিজেরে প্রতিভাসি।।
===================