বসে আছো তুমি অরূপ অটল
রেখে ঢেকে নিজের স্বরূপ,
বিশ্ব জুড়ে কাজে অবিচল
জ্বালিয়ে রেখে তোমার ধূপ।


আমার মতন অজর অচল
কেমনে বুঝি যদি রও চুপ,
বহিয়া দিয়া চোখেরও জল
হাজারো করি মন্ত্র জপ।


আকাশ পানে দৃষ্টি ধায়
চন্দ্র সূর্য তারকার পাশ,
বিরাট বিশাল ছত্রছায়ায়
জীবজড়ায় জীবন প্রকাশ।


এত দেখেও দেখিতে না পাই
আমার মাঝে তোমার আবেশ,
প্রতিদিনের প্রতি কাজে চাই
স্বার্থীর ন্যায় কাটাতে ক্লেশ।


দাও প্রভু মোরে শক্তি তোমার
আর দানো প্রভু ভক্তি আমাতে,
থাকি যেন তব নজরের 'পর
জীবন যুদ্ধে সকল বাজিমাতে।


জেনেও না জেনে ভ্রান্তি আমার
ক্ষম মোরে, মোর অক্ষমেতে,
জানি হে তব অবারিত দুয়ার
অহেতুকী আশীষ সন্তানেতে।


শতকোটি দোষে বিপথগামী
তুলনা করি কার সাথে কিসে,
জীবন উজাড় তব পদে স্বামী
আনত মোর শির তব পাশে।


চলিতে বলিতে তোমা চাই আমি
খানাখন্দ ভরা জীবনে মিশে,
বিপত্তারন হে অন্তর্যামী
বেপথু আমি দেখাও দিশে।।