আবার কবে আমরা সবাই মিলব মনের
আশে?
উজাড়হৃদে পারব মোরা দাঁড়াতে মানুষ
পাশে।
ঘরবন্দী সময় খেপন জীবন চিড়িয়া -খানা,
ডজন ডজন বাধা নিষেধ মন চাহে না
মানা।
আবার কবে দেখবো চোখে মানুষ হাটে
বাটে,
ব্যস্ত কাজে মনের সুখে নিজের চলন
ঠাটে।


দূরের আকাশ সমুদ্দুরের ইশাড়া হাত
-ছানি,
বনের মাঝে বনস্পতি দল করছে কানা
-কানি।
শোনায় কাদের হতাশ তারা বলতে মন
কথা,
হাওয়া দোলন দোলায় দুলিয়ে তাদের
মাথা।
মানুষ ছাড়া হতাশ তারা বিজন মরুর
থান,
তাদের বিনা কে বাঁধিবে মনবৃক্ষ বীণার
গান?


আবার কবে রেলের গাড়ি দেশে দিশে
পাড়ি?
মনকপাট করবে লোপাট ট্রেনে জানলা
সারি।
বন্ধু স্বজন,বন্ধ ভ্রমণ,হৈ হুল্লোড় চড়ুই
-ভাতি,
মনের মাঝে স্মৃতির খাঁজে,খুঁজছি আঁতি
-পাঁতি।
সময় স্রোতে সাঁতার কেটে মানসস্রোতে
ভেসে,
ঘাটে ঘটে ভেড়াই তরী,যেথা স্মরণ প্রতি
-ভাসে।


প্রান্তর ডাকে,অন্তর ডাকে,ডাকে পাখির
কূজন,
মনমাঝি উতলা আজি,টানে কোন সে
সুজন?
আর কতকাল থাকবো বসে ঘরে কোনে
সংগোপনে?
ইচ্ছে করে ইচ্ছে-ডানায় উড়ি বাহির পানে।।
===================