ভুবন ব্যাপিয়া তোমার এই খেলাঘরে
প্রেম চুপিসাড়ে নিঃশব্দে বিরাজ করে,
সবার মাঝেই বাজছে একেক সুরে
মিলনের মহান বাণী অন্তর জুড়ে ।


গগন মাঝে সূর্য চন্দ্র তারা,
উদ্ভাসিত আলোক বন্হি ঝরা,
বিশ্বময় প্রেম সুধা অমৃতক্ষরা,
উজ্জীবিত প্রাণে রসের ধারা।


প্রেম বিরহের মন মধুপ খেলা,
চলছে তারই বিশ্ব জুড়ে মেলা,
বিরহ মাঝেই ভাসে প্রেমের ভেলা,
মিলনের টানে কতই যে ছলাকলা।


প্রেমের ওই অমোঘ আকর্ষণে,
মেঘ ধেয়ে ধায় ধরিত্রীর পানে,
বায়ূ বয় গতিময় নিম্নচাপের টানে,
প্রেম জেগে রয় দোঁহে দোঁহা সনে।


নদী আপন বেগে বহে উৎস লাগি,
সানন্দে সাগর মথিত তরঙ্গে ভাঙ্গি,
ছুটে কূলে যায় ছলাৎ ছলাৎ জাগি,
বিরহ কাতর সে তারই মিলন মাগি।


ময়ূর পেখম তুলে ময়ুরীর তরে,
তারে আকর্ষিতে কত রঙ্গ ধরে,
পারাবত চঞ্চু চুমোয় উঞ্চতা ঝরে,
বিশ্ব জুড়ে রূপে চুপে প্রেম খেলা করে।