সাঁঝের বেলায় কে তুমি গো একেলা নদী ঘাটে/
গাগরি কাঁখে ছল করি যখন সূয্যি
নামে পাটে/
নয়নের কোণে বিদ্যুৎ হানে তোমার
হরিণি আঁখি /
ধরিতে নারে সন্দেশ তারি আমার
মন পাখি /


বিদায় বেলায় এমনি রূপে ভাবিনি
দেখিব কভু /
যমুনা সলিলে ত্যাজিব এ তনু শান্তি
পরশ লভু/
শুন ওগো প্রিয়া জড়জড় হিয়া তোমার
পরশ মাগে/
তট 'পরি বসে বিষাদে হরষে কত কথা
মনে জাগে/


জানিনা কেমনে তোমা প্রতি মনে আসে
এতখানি টান/
শুধু দরশন হেতু তব মুখপান হিয়া করে
আনচান /
শুনি মোর কথা বুঝি অন্তর্ব্যাথা অবলোক অপলকে /
হিয়া থরথর আঁসু দরদর ঝরিল
ঝলকে ঝলকে/


তোমা বিনা কভু মম অন্তর্বীণা বাজিবে
না সুরে সুরে /
বোঝাবো কীরূপে দহনে দহিছে রও
যদি দূরে দূরে /
কথা দাও প্রিয়ে হরষিত হিয়ে তোমায়
পাইব আমি /
জুড়াতে গহীন এ মনজ্বলা তব দরশন
প্রীতকামী।।
===================