রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি পোকা ঘুন
লেগেছে শরীরে,
কুঁড়ে কুঁড়ে খায় ভারতীর খুন
একদম চুপিসারে।
মায়া মমতা সহ মানবিক গুণ
আজ ফিকিয়ে পড়ে,
দলাদলি, দূরে ঠেলে ভাই বুন
এ ওকে ফেরে ফারে।


দিনে দিনে এ কোন উত্তরণ
গনতন্ত্রের পথে?
বিরোধী টুঁটি টিপি রক্তক্ষরণ
করিতে কেল্লাফতে।
শুধু ভোটের ভিক্ষা নয় এখন
মার হাতে কিম্বা ভাতে,
প্রতিপক্ষ শূন্য করিতে আসন
ঘৃণ্য ছলাকলায় মাতে।


ভোটের লড়াইয়ে রঙিন আঙণ
ক্রোধের বহ্নি প্রকাশ,
উৎসব নহে রক্তাক্ত রণাঙ্গন
রণজয়ীর উল্লাস।
আজি শান্তির বাণী সমতা বিধান
গলায় এঁটেছে ফাঁস,
চাতকী প্রাণ খুঁজে স্বাধীনতা আসমান  
ফটিক জল-আশ্বাস।।
===================