আদিগন্ত বিস্তারিত রাতের আকাশ,
ঘোর ঘন কৃষ্ণবর্ণ-পটে দীপ্যমান
অগুনিত আলোক বিন্দুর বিচ্ছুরণ,
করিতেছ কী মহিমা,হে স্রষ্টা প্রকাশ?
তোমা প্রতি চাহি যতবার নির্নিমেষ,
বুঝিতে নারি কভু তুমি কত গহীন,
নির্নয়েতে নিজ নিজ কাল পাত্র স্থান,
তোমা টানে গৃহত্যাগী সংখ্যা অশেষ।


হারিয়ে গিয়ে ক্ষুদ্র 'আমি',হে অন্তর্যামী,
হৃদয়ে ধরি শুধুই তোমারই বাণী,
মোর সকল পথের দিশারি,হে স্বামী!
মরমের একতন্ত্রী বীণায়, মরমী!
ধরিতে চাহি শুধু  তোমার সুর খানি,
বাজিছে যা বিশ্বময় রহিয়া অনামী।।
===================