ভাঙ্গো ভাঙ্গাে, হে জলধি তরঙ্গ
তটদেশে,সফেদ সফেন অস্থির!
আগু আর পিছু তোমার বিভঙ্গ,
চরণতলে নাচে নুড়ি পাথর।


মন মোর ছুটে মেলিতে তব সঙ্গ,
অযুত বছর ব্যাপী তোমার সফর,
বারতা বাহিয়া আনো,নাচায়ে ভ্রুভঙ্গ
ধংস ও সৃষ্টির স্রষ্টা! হে রূপকার।


প্রাণ চঞ্চল সদা তুমি বহ অনিবার,
বিশাল বিস্তৃত বক্ষে দিয়াছো স্থান
কত রত্ন,সার্থক নাম,তুমি রত্নাকর!
তোমার উর্মিমালায় শুনি আহ্বান
মাঝি মাল্লারা ছাড়িয়া তাদের ঘর
নাওয়ের সওয়ারি,মৎস্যের সন্ধান।
কভু শান্ত, কভু অশান্ত রূপে তোমার
হলাহল,কিম্বা অমৃত কুম্ভের দান।।
==================