সভ্য সমাজ সভয়ে আজ দেখে
সন্দেসখালি,
লোভ লালসায় মেতে ওঠা জোত
জমি দখলি।
একযুগ ধরে শাসন-শোষণে নদীর বালির চর,
বেহাত হয় বেবাক জমি, মজুরী ও ঘরদোর।
রাষ্ট্রযন্ত্র শাসনতন্ত্র,সবকিছু পঙ্গু
করে,
অত্যাচারীর অসীম দাপট 'ধৃতরাষ্টে'র বরে।
মা-মাটি-মানুষ' শ্লোগান শোনা
যত অবলা মূক,
ধিকিধিকি জ্বলে চেপে রাখা ক্রোধ,অন্তর্দুখ।


শোষকের দল 'দলদাস'সব,নেই ইতিহাস চেতনা,
ভাবেনি তো কভু,অত্যাচারীই
নিপীড়িতে' প্রেরণা।
সময় সুযোগ যখনই আসে শোষিত সমাজ ধায়,
ধরে হাতিয়ার,বদল করিতে শোষকের বদলা চায়।
সন্দেসখালি পথে নেমে আজ
খুলেছে চোখের ঠুলি,
প্রতিবাদ,রোধের সোচ্চার সরব
আওয়াজ তুলি।
জগদ্দল রূপ যূপকাষ্ঠের পাথর
উপাড়ি ফাড়ি,
মুক্ত হাওয়া,মুক্তি চেতনার বারি
অভিসঞ্চারী।।