সেই রাতে ছিল আকাশ মধুময়,
ঝাউ বনে ঝিরিঝিরি হাওয়া মাখি
উতলা যার লাগি পথ চায় -
ফেলে আসা দিন গুলি ফিরে দেখি
তুমি আমি হাত ধরে মূক-বাঙ্ময়।


দিবারাত্রির কাব্য হেথায় ছন্দময়,
চাঁদের কিরণে সিক্ত,সারি ঝাউবন
টানাপোড়েনের কত বিচিত্র নকশায়
ছায়া ফেলে, তার জীবন যৌবন
ফুটে ওঠে চিত্র বুদবুদের প্রায়।


আমাদের পথচলা, স্বপ্নময়
শাশ্বত শিব সুন্দরের উপাসনা,
রঙিন প্রজাপতির রঙ মেখে গায়
প্রেমে জেগেছিল জীবন বাসনা,
উন্মুখ চখাচখি দুটি পাখি প্রায়।


কবোষ্ণ তোমার হৃদয় ছোঁয়ায়
উথাল পাথাল এ দেহ গাঙে ঢেউ,
নিবিড় বাঁধনে শুষিতে চায়
তোমার আরক্ত,ভীরু তন মৌ।  
ভেসে দেহ সাগরের তরঙ্গ দোলায়
তৃপ্ত, অশান্ত অন্তর অনল তায়।


সমুদ্রের তট ছোঁয়া লোনা হাওয়ায়,
দীর্ঘ রহস্য ঘেরা ঝাউবনে নির্জনে,
নিরালা নিবেশে কোন কথা নয়।
প্রলম্বিত প্রশান্তি আড়ষ্ট দেহ মনে
সেই রাতে দীঘার দীঘল বালুকাবেলায়
====================