বাংলায় শরৎ সমাগমে
ফুলদোলার দোলে,
প্রকৃতি নিজে সাজিয়ে তোলে
নিভৃতে মরমে মরমে।


শুভ্র শিউলি শিহরিত আজ
কাঞ্চন রঙে রঙিন,
বনে বনে উড্ডীন
চপল প্রজাপতির সাজ।


টগরের কুঁড়ি সদা উন্মুখ
মেলিয়া ধরিতে নিজকে,
আকাশের তারা ধরিয়া বুকে
দেয় যে চোখের সতত সুখ।


সরোবরে সাজে পদ্ম শালুক
নদী তীর কাশ ফুলে,
হাস্নুহানার সৌরভে ভোলে
আপামর মানুষ তালুক।


হিমঝুরি ঝরাছে কুঁড়ি
পান্থপাদপে পরেছে সাড়া,
গগন শিরীষ ছাতিম জোড়া
আকাশ দিয়েছে মুড়ি।


কামনাবন্হি কামিনী কুসুম
ফুটিয়া শরৎ সন্ধ্যায়,
নিভৃতে টানে প্রেমিক দয়িতায়
পাসরিতে তাদের হৃদয় উম।


প্রকৃতি শরৎ হাসিয়া ওঠে
মালতী মল্লিকা মাধবীর রূপে,
জুঁই কেয়া চম্পক চুপে
বাতাস বাহিয়া সৌরভ ছোটে।।