বাঙালির মননে রেখে তোমার ছাপ
পারি দিলে কোন সুদূর তারার দেশে।
ক্ষণজন্মা পুরুষ তুমি! এ বঙ্গে বসে
কেমনে বিচারি তোমার মগজ মাপ?
যেথায় তুমি দি'ছো হাত, ছড়ায়ে তাপ!
হৃদয়ে অনুভবি তোমার সাথে মিশে,
প্রতিভা স্ফুরণ প্রতি নিশ্বাসে প্রশ্বাসে,
প্রমানি,'বাঙালি মৃত' সত্য অপালাপ।


যাওয়ার কালেও জানিয়ে দিলে প্রাণে
সৃষ্টিশীল কর্মমুখর জীবন কাকে বলে,
অধ্যবসায়, 'হার না মানা হারে' মানে।
বুকের মাঝে রইবে সমুজ্জ্বল জ্বলে,
স্মরণ করি,কাব্য চিত্র জগৎ জিনে
ছড়ায়ে কৃষ্টি-রেনু,প্রতি বাঙালি ফুলে।।
=== ===============