সুভাষ কেন ঘরে ফিরে নাই?
এখন কার তা কী আসে যায়?
সবাই তাহারে ভুলিয়াছে প্রায়,
'তেইশেই'শুধু হয়েছে তাঁর ঠাঁই।


এক এক বছর নিস্ফল গোটাই
তাঁহার জ্বলন্ত আদর্শ কোথায়?
আজকের সব নেতার গলায়!
গালভরা গল্প বিবৃতি বলায়।


সত্যিই তিনি মরিয়াছেন তাত?
আজও প্রতি টি ঊষার প্রাতঃ
অনুভবে প্রত্যেক ভারত জাত,
সত্যিই তাঁহার প্রয়োজন কত।


তাঁহার যে ঘরে না ফেরা
তা নিয়ে কত কাটা ছেঁড়া!
আজও বসে কমিশন সারা
তবু তিনি আজ রহস্য ভরা।


আসলে হলে তাঁর উপস্থিতি,    রাজনীতি তার পাল্টাতো গতি,
কথিত নেতাদের যত জালিয়াতি
হইতো অবসান,বাঁঁচিত যে জাতি।


নেতাজীর উদাত্ত আহ্বানে উদ্বেলিত
যে জাতি, ভুলাইতে তাদের মত,
রাজনীতি কারবারি সাজিয়া সৎ
বন্ধিল তাঁহার ঘরে ফেরার পথ।


আজকেও শোনা যায় 'দিল্লি চলো রব'
রাজনীতি নেতাদের কতো কলরব,
মানুষেরে ভুলাইয়া,জাগিয়ে তার লোভ,
শুধুই গদি,মসনদ দখলের মতলব।


আজিকার নেতাদের প্রতি আবেদন,
ছাড়ো,তেইশে জানুয়ারি ব্যাক্তি পূজন।
তাঁর স্বপ্ন,আদর্শ প্রতি দাও তব মন,
বিভাজিত, দ্বিধান্বিত জাতির উদ্ধারণ।।
>>>>>>>>>>>>>>>>>>>>