সত্যিই কি এসেছো তুমি স্বাধীনতা?
         ভারতভূমিকে করিতে উন্নীত
     পরাধীনতার জ্বালা করিতে মুক্ত?
নতুন করিয়া তুমি হে, হও আবির্ভূতা।


আনিয়াছ,দীনতা খর্বতা দূরীর বারতা? চারিদিকে তবে কেন হতাশা অপ্রাপ্তির?
শোষণ তোষণ,হত্যার হুংকার,বাহুবলীর
আর মিলিবো কবে তোমায়? হে,ত্রাতা!


স্বাধীনতা,তুমি কেন বিক্রীত শিকার
কতিপয় স্বার্থান্বেষীর লোভ লালসার?
জাগো,দেখো ভারতকে!লাঞ্ছিত লুন্ঠিত।
স্বাধীনতা সংগ্রামীর লালিত স্বপ্নের
সাধ কেন আজিও অপূর্ণ রবে ভারতের?
সাকারো স্বপ্ন,সত্যি স্বাধীনতা প্রতিষ্ঠিত।
====================