আজও বৃন্দাবনে বাঁশী বাজে শ্যাম যমুনা তীরে /
আজও মদীনায় মরুর বুকে রসুল
খেলা করে/
গোঠ গোকুলে গাভী বেড়ায় /
বালুর বিলে বকরী ভেড়ায়/
জীবন বয় আপন লয়ে জন মানুষের
ভিড়ে /
মাঝে মাঝে মহামানব আসে দিশাদীক্ষা
তরে/।


সকল ধর্মমত মাঝে, মহামিলনের বার্তা
বাজে/
পথ যে দেখায় তমসা-জরায় উত্তরণের
কাজে/।
কোথায় ভিন্ন সাঁই- গোঁসাই/
উপোস ব্রত আহ্নিক রোজায়/
তসবি মালায় জপছে একই নাম রোজে/।
একই ঈশ্বর আল্লাহ,রাম রহিমের
খোঁজে/।


হেথা থাকতে পারে মত বিভেদ হাজার/
কেউ বলে সাকার,তাঁর নাই যে আকার/
ঝেড়ে ফেলে টিকি দাড়ি /
ভেদ প্রভেদের আড়াআড়ি/
রাখ দূরে তোদের মন্দির মাজার, /
ওরে, সব খানে রয় দয়াল আমার /
         খোঁজরে হৃদয় মাঝার/।।
====================