মিথ্যে প্রেমে পড়েছি এই আমি,
সে প্রেমকে ভেবেছি অনেক দামি।
আমার প্রেমের শুরু এক মহাভুলে,
আজ তার দাম দিচ্ছি চড়া মুল্যে।
জানা ছিলো না প্রেয়সীর মনের খবর,
জানতাম না প্রেয়সী খুড়ছে আমার কবর।
যার প্রেমে এই আমি হয়েছি কাঙ্গাল,
সে আমায় বানিয়েছে ছাগল।
কখনো বুঝতে পারিনি আমি নিজের ভুল,
অথচ, ভুল ছিলো আমার প্রেমের মুল।
কে জানতো এই ভুলের মাসুল এতো চড়া,
কে ভেবেছে আমার ভুলের শাস্তি এতো কড়া।
মিথ্যে প্রেমের জ্বালায় জ্বলছি সারাক্ষণ,
জানি না এই জ্বালার শেষ কখন।
প্রেয়সীকে নিয়ে দেখা স্বপ্ন ভেঙ্গে হয়েছে চুরমার,
আর তাই নতুন কোন স্বপ্ন নেই আমার।