আমার কোন স্বপ্ন আজও হয়নি পুরণ,
তাই আমি স্বপ্ন দেখি না যখন তখন।
আজ আমি বুঝতে শিখেছি স্বপ্ন ভাঙ্গার ব্যাথা,
তাই আমি ছেড়ে দিয়ে স্বপ্ন দেখা।
আমি আজ জানি স্বপ্ন পুরণ না হওয়া কত কষ্টের,
স্বপ্ন ভাঙ্গায় শুরু  জীবন নষ্টের।
স্বপ্ন ভেঙ্গেই আমার জীবনের শুরু,
স্বপ্ন পুরণের খাতাটা আজও শূন্য গুরু।
হয়তো আর কখনো হবে না স্বপ্ন দেখা,
হয়তো আমি ভুলেই যাবো স্বপ্নের চিত্র আকা।