বিদ্রোহী কবি, সংগ্রামী কবি কাজী নজরুল,
বিদ্রোহী কবির মাথায় ছিলো কাঁকড়া
চুল।
হিংস্র জানোয়ার ইংরেজদের ছিলেন তিনি জম,
বিদ্রোহী কবি বন্ধ করে দিয়েছিলো ইংরেজ জানোয়ারের দম।
কাজী নজরুলরা এই পৃথিবীতে একবারই আসে,
যুগযুগান্তর ধরে শুধু তার লেখনীই ভাসে।
সংগ্রামের কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি তিনি,
মহান কবি তিনি, তিনি সাহিত্যের খনি।
সাম্যের কবি তিনি, ইসলামী কবি,
প্রতিটা বাঙ্গালীর অন্তরে রয়েছে বিদ্রোহী নজরুলের ছবি।
রণাঙ্গনের কবি তিনি, কবি তিনি সমরের,
মহান কবি তিনি, তিনি সমগ্র ভারতবর্ষের।