দিনের শেষে যখন নিঃসঙ্গ হয়ে উঠি,
নিজেকে নিয়ে একটু ভাবি—
মনে হয়, দুঃসময়ের প্রতিটি নিশ্বাস
পৃথিবীর ওজনের চেয়েও ভারি।
আকাশ যেমন নিঃশব্দে ঘনায়,
তেমনি আমার অন্তরও ঢেকে যায়
অভিমানের এক ঘন মেঘে।
আলো নিভে আসে চারদিকে,
আর আমার ভেতরের আলো—
সে তো নিভে গেছে বহু আগেই।
চোখের কোনে জমে থাকা জল
কথার রূপ নেয় না কখনও,
শুধু অনুভব হয়ে বুকে চেপে থাকে।
এইভাবেই প্রতিটি সন্ধ্যায়,
নিজের সঙ্গে চলতে থাকে এক নীরব সংগ্রাম—
আর প্রতিটি ভোর মানে
আরও একটি প্রত্যাশা,
নতুন আলোর খোঁজে অবিরাম যাত্রা।