আমি এক গরিব প্রেমিক...
সম্পত্তির খাতায় শুধুই তোমার নাম—
জমি নেই, টাকা নেই, শুধু ভালোবাসা।
পরীক্ষার খাতা যেমন বারবার দেখা হয়,
তেমনি আমি দেখি তোমার চাঁদমুখ,
প্রতিবারই ভয় পাই— হারিয়ে ফেলি যদি!
তোমাকে দেখলে মনে হয়,
জীবনটা এখনও কিছু বাকি আছে।
তোমার হাসিতে আমার ঈদ,
তোমার কষ্টে আমার রোজা।
ভালোবাসা যদি পাপ হয়,
তবে আমিই সেই গরিব পাপী,
যার সম্পদ শুধু— "তুমি"।