হাতের চপেটাঘাতে সজোরে আছড়ালে টেবলক্লক
আমি স্নানশেষে তোয়ালে গায়ে-অবিন্যস্ত চুলে
তোমার সে চোখ-মুখ বাঁকা ছুড়িও আদরে বোলাতে জানে
রক্তে স্নান করবো বলে- বদ্ধ হই, বিদ্ধ করি ঘুমের ভুলে।
মুক্তোর মত হাসি হেসে বলো-
"চেয়ে দেখো,তোমার আঙিনায় চালচ্চিত্র, রঙ্গোলি-"
লক্ষীর পায়ের মত সেই রক্তছাপ খেলে যায় হোলি
ঘুরে-ফিরে, সোজাসুজি- তা ধিনা ধিন্ ধিন্
খেলা করে ছাদে আঙিনায়।
বেলা পড়ে আসে তবু, রবি অস্ত যায়
সেই সব রক্তকণিকার মেলা হয় কবিতা পাড়ায়
নীল কালিতে আঁকা রক্তাভ সময়।