এই তো কয়েক দিন হল আমি অফিসে যাচ্ছিলাম
চিন্তা করতে ছিলাম ।
কিভাবে যাওয়া যায়, হঠাৎ বাস আসলো একটা
আমার চোখের সামনে ।
খুব ভেবে চিন্তে উঠে পড়ি, বাসের মধ্যে ঠিক দক্ষিণ
দিকের জানালার ধারে।


রীতিমত জানালা খুলে আমি বসি ,আজো তাই –ই করলাম
জানালা টা খুলতে ই চমৎকার বৃষ্টি ।
সব সময় আমার কাছে একটা ডাইরি ,আর একটা ল্যাপটপ থাকে
চট করে ব্যাগ থেকে ডাইরিটা বের করে হাতে নিলাম ,তারপর
পকেট থেকে কলম হাতে নিয়ে লিখতে শুরু করি ।
একটা গান ,ওরে দখিনা হাওয়া কোথায় যাও আমায় ফেলে ...।
কিছুক্ষণ পর একটা উষ্ণ স্নিগ্ধ অনুভব করি,হাতের বাম পাশ হতে
কোমল নীলাভ উর্ণা র স্পর্শ ।


তখনো আমি তাকাই নিই ,কেউ আসছে কি না আমার কাছে
আমি আমার জগত নিয়ে ই আছি ।
তার ঠিক  ১০ মিনিট পর  আমার বিষণ ঘুম আসতে ছিল ইতিমধ্যে
লেখা কিন্তু চলছিল তার গতিতে ।
হঠাৎ আমায় ডাকছে কে যেন,কিছুক্ষণ ডেকে ছিল মায়া ভরা কণ্ঠে
চোখ কসলাতে কসলাতে পাপড়ি গুলো খুলি,
কিন্তু কিছু ই দেখতে পেলাম না, ঐ স্থানে শুধু ই শূন্য আর শূন্য
আমি আবার ফিরে যাই আমার ডাইরির পাতায়...।