দিন টা ঠিক ১৪ই ফেব্রুয়ারী ছিল আমার যত টুকু মনে আছে
খুব ভোর বেলা ঘুম থেকে উঠে নিজেকে গুছিয়ে নিলাম।
তখন সময় টা ছিল ৬ টা বেজে ১০ মিনিট আর উত্তরের বায়ু গুলি দক্ষিণে যাচ্ছে
শিশির ভেজা ঘাস গুলি চিক চিক করছিল ।
সূর্য তখন তার প্রখর রোদ নিয়ে আমার পূর্ব জানালার দ্বারে এসে তাপ দিতে ছিল
আমার মন টা কড়া নাড়তে ছিল বের হব কখন  ।
মনের মধ্যে একটা উদাসীন ভাবনা আসল দেখা হবে অনেক দিন পর  
জট পট বাড়ি থেকে বের হয়ে পরলাম ।
চৌরাস্তার মোড় থেকে বাসে উঠে বসলাম সিটের উত্তর দিকের জানালার পাশে
ফোনে তার সাথে কথা শেষ করে তাকিয়ে আছি সবুজ ঘাসের দিকে ।
হঠাৎ বাস তখন আমাকে নামিয়ে দিল দাউদকান্দির বলদাখালের ব্রিজের উপর
এতদিন যাকে দেখার ব্যাকুলতা প্রকাশ করছিলাম তাকে দেখার অপেক্ষায় ।
হঠাৎ দূর থেকে ইশারায় ডাক আসে এই তুমি কি সেই আমি তার নিকট গিয়ে বললাম
জি আমায় ডাক দিয়েছিলেন,
আর অমনি করে উত্তর আসল আপনি ...তুমি না মানে...।