সপ্ন দেখি খুব দিন রাত সব সময় পাগলের মত
কখনো ঘুমের মধ্যে ।
সপ্ন দেখি অলস দুপুরে নিরালায় অবসরে
কখনো বিছানায় শুয়ে থেকে ।
সপ্ন দেখি পড়ার টেবিলে মাথা নিচু করে আনমনে
কখনো গভীর রাত্রির উদাস পথিকের ন্যায় ।
সপ্নদেখি বাসের দখিনা জানালার দ্বারে প্রকৃতির সনে
কখনো ল্যাপটপের কিবোর্ডের বাংলা স্বর বর্ণের দিকে তাকিয়ে ।
সপ্ন দেখি যখন একা বসে থাকি পুকুর পাড়ের আম বাগানে
কখনো অফিসের মিটিং রুমে আবার ডেস্কে ।
সপ্ন দেখি প্রেয়সীর নরম হাতের উষ্ণ ছোঁয়ায় হাঁটুর উপর
কখনো ঝির ঝির বৃষ্টির উত্তাল হাওয়ায় ।
সপ্ন দেখি নদীর দ্বারে বসে চলন্ত স্রোতের মাঝে
কখনো রাস্তার মাঝে উদাসীন পথ পথচারীর সাথে ।
সপ্ন দেখি রবি ঠাকুরের অবিনাশী কাব্যের গীতাঞ্জলীর শ্লোকের
কখনো পড়ন্ত বিকেল বেলার শিশির ভেজা ঘাসে ।
সপ্নদেখি বাগানের রজনীগন্ধার ফুলের সুরভী পাপড়িতে
কখনো জোনাকি রাতে আকাশের তারার অধীর ক্ষণে ।
সপ্ন দেখি সব সময় ভাবি কি হবে আর
এই স্বপ্নের মাঝে ঘর বেদে।।