আলপিন গেঁথেছি ভালোবাসার দীঘির পাড়ে,
বাসন্তী রঙের পেন্সিল দিয়ে ।
ঝাঁপ দিয়েছি গভীর ভালোবাসার সমুদ্দুরে,
চৈত্রের ভর দুপুরে নিথর স্মৃতির আড়ালে ।
ছবি এঁকেছি ভালোবাসার রঙিন প্ল্যাকার্ডে ,
নির্জনতার নিঃসঙ্গতার জনাকীর্ণ মাঠে বসে।
দুরন্ত টগবগে চোখের জলের কার্নিশে ,
এক মুঠো চঞ্চল আগ্রাসী শিহরণ জাগিয়েছি ,
মিঠে কড়া বাদলা দিনে।
নদীর কূলে পুকুর ঘাটে কাজল মেঘের নীড়ে,
স্বপ্নের নীল কুঠির গড়েছি আপন ভুজে।
চশমার ফ্রেমে পুঁতি র মালা বেঁধে রেখেছি ,
ঘাস ফুলের নরম ছোঁয়ায় ;
প্রচণ্ড কর্কশ রোদ্দুরের কিরণে র আভায় ।
মনের দেয়াল জুড়ে আলোর রেখা ফুটে ওঠে ,
তোমার এক পশলা ভালোবাসার জন্যে:
ভাবনার অন্তরীক্ষে।