তোমায় পাবো কোথায় বলতে কি পারো , কোন জায়গায়
কোন স্থানে, কোন একটা শহরের নাম বল ,যেখানে গেলে
পাবো তোমায় ।
গাজী পুর,আব্দুল্লাহ পুর ,উত্তরা আজম পুর,রাজলক্ষ্মী,
জসীম উদ্দিন ,এয়ারপোর্টের মোড়ে না ,হযরত শাহ জালাল
বিমান বন্দরের এক নম্বর গেটে ।
তোমায় পাবো কোথায় বলতে কি পারো একটু ,কোন পরিচিত
চৌরাস্তা র ধারে, না কোন একটা উদ্যানে,সিনেমা হলের সামনে
অথবা চিড়িয়াখানার কাউন্টারে ।


মিরপুর ,গাবতলি, কল্যাণ পুর,শ্যামলী,ময়মনসিংহের বালুকা ,
সাভার স্মৃতিসৌধের পাশে ,না বুদ্ধিজীবী কবর স্থানের
বাগানের নীড়ে ।
তোমায় পাবো কোথায় ,একটু আমায় খুলে বলো না
কষ্ট করে ,দেখো আমি পেয়ে যাবো ,প্রসিদ্ধ একটা
নাম বলো ।
মহাখালী ওভার ব্রিজে,গুলশান লেগে র পাড়ে ,বনানী
কবর স্থানের পাশে ,নতুন বাজার, বাড্ডা লিংক রোড ,
না! ফার্মগেটের চৌরাস্তায়।


তোমায় পাবো কোথায় , দয়া করে আমায় জানাও ,
তোমার অপেক্ষায় আছি আমি, কখন জানাবে
মনের অগোচরে ।
রাম পুরা হাতির ঝিলের পার্কে ,বন শ্রী, মালিবাগ,
মৌচাক,বাসবো,মুগদা মানিক নগর পুকুর পাড়ে ,
কমালাপুর রেল স্টেশনের ভিতরে ।
তোমায় পাবো কোথায় , বল না ,একটু কি পারো না ,
বলতে , খুঁজতে ছি অনেক ক্ষণ হয়ে গেলো , আর কত
খুঁজবো বলে দাও ।


মুহাম্মদ পুর,আদাবর, জিগাতলা সীমন্ত ব্যাংকের পাশে ,
ধানমণ্ডি জাতির জনক বঙ্গবন্ধু র বাড়ীর গেটে, শুক্রাবাদ,
কলা বাগান লেগে র পাড়ে ।
তোমায় পাবো কোথায় বলা যায় না কি ? ক্লান্ত হয়ে যাচ্ছি
তুমি যদি মনে করো, আমায় কষ্ট দিবে,দিতে পারো
কিছু বলবো না ।
না ! সাইন্সল্যাব মোড়ে, এলিফেন্ট রোডে,শাহাবাগের
গণ জাগরণ মঞ্চে ,পাবলিক লাইব্রেরিতে,জাতীয় কবির
কবরের মসজিদের গেটে ।


কোথায় পাবো বলো না, আমার তৃষ্ণা লাগছে অনেক
শুকিয়ে যাচ্ছে আমার কলিজা টা ,আমি আর পারছি না ,
একটু বলো ।
টিএসসির ভিতরে ,ইডেন কলেজের গেটে ,নীলক্ষেতের মোড়ে,
নিউ মার্কেট ,ঢাকা কলেজের পুকুর পাড়ে ,পিলখানার ভিতরে ,
না আজিম পুরের স্টাফ কোয়ার্টার ।
তোমায় পাবো কোথায় একটা বার বলতে তো পারো ,তুমি
আছো কোথায় ।
পান্তপথ, গ্রিন  রোড ,কাকরাইল,পল্টন , জিরো পয়েন্ট ,গুলিস্তান,
মতিঝিল শাপলা চত্বরের মোড়ে ।


কোথায় পাবো, তুমি আমাকে বলতে কি পারো ,খুঁজছি তোমায়
অধীর আগ্রহে ।  
পুরান ঢাকায় ,বাহাদুর শাহ পার্কে ,বাংলা বাজার , জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
টিকাটুলি অভিসার হলের পাশে , সায়েদাবাদ জনপদ মোড়ে , না !
যাত্রাবাড়ী চৌরাস্তার ধুলাইখাল রোডে ।
কোথায় খুঁজবো বলতে কি পারো ,কোথায় আছো ,কেমন আছো
কোন স্থানে ,আমি খুঁজে পাচ্ছি না তোমায় ,একটু বলো ,
তুমি ।
নাম না জানা পাহাড়ের পাদদেশে ,শহরে ,অসীম আকাশের নীড়ে
সাগরের ধারে ,না অন্ধকারে ,বালু  চড়ের  সীমানা পেরিয়ে
উদাস বনে ।