দৌড়াতে - দৌড়াতে ক্লান্ত কতযুগ পেরিয়ে গেলো
বিচ্ছেদ জলস্রোত নদী - শিকারী জাল যন্ত্রণা সয়ে
অকাল বার্ধক্য মৃন্ময়ী দৃষ্টিতে চাঁদরঢাকা বেদনা
ছায়াপথে আয়ুষ্কাল ত্রয়োদশ মহাকালে
                        বাঁধা পড়ে আছে অন্যপ্রান্তে
স্যাটেলাইটের নিঃশ্বাস বুকে নিয়ে বেঁচে আছি
সর্বহারা এই আমি-
মুঠোয় - মুঠোয় তুলে এনেছি হাজারো রঙের প্রেমফুল
দগদগে অভিমানি সুর শীত বিস্ময় রাত- চেতনাহারা
রোদপোড়া অযাচিত মিহি ঠোঁট-
অপ্রতিরোধ্য আবেগী মুখচ্ছবি ভাসে
                           -বিড়বিড় চোখের যন্ত্রাংশ
লেন্সের অতল সম্ভাব্য মিহিসূতোয়-
      -অক্লান্তির বিরামহীন পলকহীন জীবন অঙ্গে
হামাগুড়ির ছলে আর্তচিৎকারে ছিঁড়ে - খুঁড়ে পৌরাণিক ভাবে
খাচ্ছে আমার দেহতরি -
ক্রমশঃ নিঃশব্দ স্বপ্নের অবিচল শৈল্পিক ধূলিঝড়
বিদীর্ণ আঁচে ধ্বংসস্তূপে পরিণীত হয়েছে
                                 -বিভাজন নীলাকাশ
হতাশায় মৃত্যুপুরী ডাকে জাপটে ধরে স্পর্শের লীলাখেলায়
নিরাসক্ত মনে আজো বসে আছি -
বিষণ্ণ ঋতু বুকে নিয়ে
               -কবে আসবে কে জানে - মধুর স্মৃতি শব্দচয়ন
ব্যাথায় ব্যথিত উড়ন্ত রাসায়নিক দ্রব্যের মত
শ্বাসকষ্ট ও কাশিজনিত রোগ-
        বেড়েই চলছে অবিরত- তোমার অপেক্ষায়।