ঘুটঘুটে অন্ধকার চারিপাশে পড়ে আছে
বকুল ফুলের মালা-
ফ্লোরের টাইলসে লেগে আছে রক্তের ছাপ
পরিবেশটা একটু ঠাণ্ডা - ঠাণ্ডা ভাব
হিম শীতল হাওয়া বয়ে যাচ্ছে
                 - কোথাও কোন সাড়া শব্দ নেই  
জানালার গ্রিলে-
আকাশী রঙের আঁচল উড়ছে ঘ্রাণে মুখরিত
মনে হচ্ছে স্বর্গের হুর অবতীর্ণ হয়েছে
আবছা ড্রিম লাইট জ্বলছে আর নিভছে
                     -এলোমেলো পর্দা দোলছে
তপ্ত গলায় শব্দচয়ন স্তব্ধ হয়ে গেল-
যথাসাধ্য নিজেকে সামলে নিয়ে সামনে যাই
আষ্টেপৃষ্টে জড়িয়ে-
সাহসের বিদ্যুৎ এগিয়ে যাই
ভেসে আসছে নিগূঢ় আদুরে কণ্ঠধ্বনি
কেঁপে উঠল শরীরের প্রতিটি গ্রহনক্ষত্র
কপাল কুঁচকে দেখি -
                   -কেউ একজন দাঁড়িয়ে আছে
মাতাল ঠোঁটে নেশাতুর বিতৃষ্ণা
কাঁপা আওয়াজে বলতে শুরু করলাম রক্ত কিসের
দারুণ উত্তর! রক্ত নয় সিঁদুর ছড়ানো মাটি
একটু অবাক হলাম-
বাহু চেপে ঝুঁকে পড়লো ফোসফোস শ্বাস
আলতো হাত মন্ত্রের সাধন ভিতরে ভাঙচুর
অস্তিত্বটাকে ছাঁয়ার মধ্যে লেপ্টে    
                                             -চলেছি
আমরা দীর্ঘশ্বাস নিষিদ্ধ চক্র গুহার তরল স্পর্শে।