নিটোল শিলাবৃষ্টি অদৃশ্যের ফাগুনি বাতাস বয়ে চলছে
বহুদিন আগে থেকে বুদ্বুদ মণিকার চেরাপুঞ্জির কুঠিরে
কালো মেঘের আড়ালে
জীবনের প্রদীপ জ্বলে
ব্যথার আরাধনায় আকুল কাকুলি প্রেমপূর্ণ দেহ তরী ভাসে
গঙ্গার জলে স্রোতহীন দরিয়ার মাঝে নিকষঘন নগরের
প্রাণ সাগরের সন্ধানে
ক্যামেলিয়া নির্জন কোণে
বীণার আওয়াজ আসে করুণ সুরে অসীম দিগন্তের চূড়া থেকে
ক্ষীণালোকের দোঁহাপানের ঝরাপাতা ঝরে ছোঁয়াছুঁয়ির আঁখিপাতে
ছায়া দ্বীপে উড়ে
মনের পাপড়ি গুলি চারিধারে
জনশূন্য প্রান্তরে যবনিকার পল্লবসম্ভারে বাঁধিয়াছি বক্ষপটে নিঃশঙ্ক
করিডোরে সুদুর্গম শৈবালের পুষ্পজালে মৌনতার অগ্নিতেজে
কালের বিরাজ উচ্ছ্বাসে
গোপন উদাসী আলিঙ্গনে
মিটমাট ফিটফাট ঝড়ের দিনে ঝর্ণা ছুটে ফুলের ঘ্রাণে বিষম
পাগলামির ছলে গভীর ভাবনায় শিশির ঘাসের উপর দিয়ে
নাচের খেয়ালে অবেলায়
ঢঙের তালে বাজে
সংশয়ের অদ্ভুতলোকে বিষের বীণ যাবে ঊর্ধ্বলোকে আনমনা
প্রহরে নিরালা নিবাসে প্রেমসাধ সমাধির আস্তিনে পরশপুলকে
সুখস্বপ্ন সৌরভ রাশি
ছড়িয়ে ললাটের টুটে
নবীন তীরে গান গেয়ে পাল তুলে আকুল চরণে বিদায়ের ঘণ্টা
ধ্বনি বাজিয়ে যায় আমার চৌকাঠ দিয়ে নিয়তির টানে জাগরণের কানন ফুটিয়ে।