শব্দ স্পষ্ট - খোঁড়াখুঁড়ি চলছে অনর্থক
নষ্ট পাতা ছিঁড়ে -
অথচ গভীরতম খাঁদ তোমার ভিতর
আর কাদামাখা মাতাল আত্মা
ফ্লোর অব্ধি হিসহিসিয়ে ঠোঁটের ব্যাখ্যা দেয়
সুগন্ধি ছড়িয়ে- ঘুট্‌ঘুটে শীতকাতুরে
দেখ ভালো করে -
মাঠে-ঘাটে বর্ষা মায়াভরা টানটান উলঙ্গ ঘুম
মুহূর্তে ঘায়েল!
উত্তরবসন্ত বেতফলের ঘ্রাণ
ছুঁয়ে যাবে কণ্ঠস্বর ফুসফুস ভ্রুণস্বপ্ন
বিদ্বেষ দিনক্ষণ চূড়ান্ত-
ব্যাপারটা একটু অবৈধ ইঙ্গিত - বেশভূষা টিপটপ
অল্প ব্যবধান-
মনের গিঁট খুলে ভিজিয়ে দিতে পারি
অক্লান্ত প্রার্থনায় মগ্ন থেকে
যাতে সহনীয়-  
ঘূর্ণিঝড় সৌন্দর্যের পৃষ্ঠা উল্টায়
                               -প্রেমচুম্বন সম্পর্কের  
গতানুগতিক লাইন টেনে -  নৈবেদ্য
কামার্ত বহুবর্ণিল
নির্যাস নিংড়ে উত্থানযাত্রার পথে হাঁটবে
সুদীর্ঘ কালের আলগা মাটি-
তোমায় একদিন ডাকবে
প্রতিশোধ বিলীন অভিশাপ দেয়াল ভেঙে
ঢাক-ঢোল বাজিয়ে- রঙ ঢং মেখে-
কার জন্য খুঁড় তুমি - মিষ্টি বাতাসকে বৈরাগী বানিয়ে
একটু তাকিয়ে দেখ-  
চিন্তাগ্রাফি প্রকল্পে আঁকে ছবি
                         -তোমারি ব্যথার মানচিত্র।