ডাক যদি আসে অবেলায় জীবনের তরে,এঁকে দিও
তোমারা আমার নতুন ভারবাহী গাড়িতে আলপনার
স্মৃতি গুলি। ফুলের পাপড়ি দিয়ে সিক্ত করে দিও,
অনিন্দ্য প্রেমের মালা গেঁথে পড়িয়ে দিও জনমের
তরে । সুখ পাখিটির কাছে চিঠি পাঠিয়ে দিও,রঙিন
খামে ভরে কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যা লগ্নে ,অত্যন্ত
নিবিড় ভাবে । আমায় যখন নিয়ে যাবে আমার চির চেনা
শীতল পাটির চৌচালা নিকেতনে,দাঁড়িয়ে থেকে তোমারা
নিশ্চুপ মনে দেখবে আমি কি ভাবে শুয়ে পড়ি নিয়তির  
টানে। চিমটি চিমটি মাটি দিয়ে ভরে দিবে আমার আঙিনা
ঢেকে দিবে বাঁশের ছাউনি দিয়ে কলা গাছের চামড়া দিয়ে
মুড়িয়ে দিবে অবলীলাক্রমে । কায়মনোবাক্যে চেয়ে থাকবো
তোমাদের গড়িমসির কারসাজির দিকে ফেল ফেল ভাবে,  
নিথর কায়া নিয়ে ঘুমিয়ে যাবো চির দিনের জন্যে ।
মোহ নিদ্রায় দেহ পিঞ্জর ভেসে যাবে শোক সাগরের
জীবন স্রোতের ভেলায়,অক্ষির অগোচরে উপকণ্ঠের উপকূলে ।