রীতিমতো সূর্য উঠে পৃথিবী কে আলোকিত করে আপন গতিতে
লাউয়ের কচি পাতা গুলি চিকচিক করে আলোর প্রভাতে ।
বাড়ীর ছাদের দিকে তাকিয়ে দেখি গাঁদাফুল ফোটে আছে
আশে পাশে আছে বেলি,টগর,গোলাপ ফুলের বাহার ।


তার সাথে চোখে পড়ে পাখিদের আনাগোনা ও গুনগুন শব্দ
সব কিছু দেখে একটু আগ্রহ প্রকাশ হলো মনের মধ্যে ।
ছুটে যাই ছাদের মধ্যে সমস্ত দৃশ্য অবলোকন করার জন্য
একটি বেঞ্চে বসলাম এমনিতেই চোখ পড়ে পাশের বাড়ীর ছাদের দিকে ।


দেখতে পেলাম শাড়ি পরিহিত কুমারী  মেয়ে গোলাপ তুলছে
মুগ্ধ হয়ে যায়,মনে হচ্ছে সকাল টা বুঝি ভালোই কাটবে ।
সাড়া দিন কেটে বিকেল হলো  ছাদেই বসে আছি অধীর আগ্রহে
হঠাৎ ওই লাল গোলাপী মেয়েটি ছাদে আসে লাল উর্ণা পড়ে ।


আগের মতই গোলাপ কুড়াচ্ছে বাগান থেকে চুল গুলা ছেড়ে
কিছু ক্ষণ পর আমার দিকে তাকালো আর কি যেন বলতে ছিল ।
আমি তখন মুখে ফিরিয়ে নেই অন্য দিকে আনমনায়
একটু পরে ভাবলাম তাকিয়ে দেখি কি বলতে চায় ।


তৎক্ষণাৎ তাকিয়ে দেখি সে ওই খানে নেই,কারণে অকারণে  
আর উদাস মনে তাকিয়ে আছি কখন আসবে ছাদের নীড়ে ।
ডাকবে ইশারায় কোমল ছোঁয়ায় বাগানের ধারে দাঁড়িয়ে থেকে । ।