দায়বদ্ধতায় পরে আছে কালের শুঁকুনদের কাছে বুদ্ধিজীবীরা
বেপরোয়া ভাবে নিক্ষেপ ছুড়ে বৈষম্যতার আঁচল টেনে
লজ্জা হীনতায় উস্কানি দেয় ব্যাপক হারে
কোথায় যাবে জনসাধারণ মুখ লোকাতে ক্ষিপ্ততার ছোঁয়া সব জায়গায়
ছড়িয়ে
ছিটিয়ে
দিয়েছে
কুলাঙ্গারদের জারজ সন্তানদের মাঠে ময়দানে অন্ধকারের গুহায়
স্বীকৃতি দিচ্ছে অযোগ্য ব্যক্তিদের অনায়াসে চুপছে থাকে জ্ঞানী সম্প্রদায়
স্বাধীন মাতৃভূমিতে বুদ্ধিদীপ্ত মাথা গুলিকে বিকৃত সাজিয়ে রসাতলে
পাঠিয়ে দিয়েছে বদ্ধ কারাগারে
কিছু বললে উড়িয়ে দিবে মাথার খুলি
উন্মাদ হয়ে বাণী ছুঁড়ে মিছিলে
মাঠে ময়দানে ঝাণ্ডাকে উন্মুক্ত রাখতে হবে
ভাষণ প্রধান করে বেহায়াপনার সাথে
মাতাল হয়ে মাতলামি গুণ্ডামি যত সব অশ্লীল কাজ করে থাকে ক্ষমতার বলে
বোনের আঁচল ধরে টানে পথে ঘাটে ইস্কুল কলেজ ইউনিভার্সিটিতে
মা কে অপমান করে যেখানে - সেখানে
জাতির কুকুরছানা গুলি মাথা চাড়া দিয়ে
উঠিতেছে চারিদিকে নর্দমার কিনারা থেকে
নোংরা উচ্ছৃঙ্খল বেশ্যার জরায়ু থেকে নির্গত হয়ে
বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে অধিক হারে
কাকের মতো বসে থাকে রাস্তার ধারে রাতে অন্ধকারে
কোন এক পতিতালয়ের ঘরে
বিলিয়ে দিতে অবশিষ্ট যৌবন কলুষিত করে অবলীলাক্রমে
জন্ম দেয় কালের বজ্জাত-বজ্জাতি
কলঙ্ক মেখে হাতে পায়ে খেলে যায় অবহেলা ক্রমে
ধূলিসাৎ হচ্ছে জাতির পতাকা
লুণ্ঠিত হচ্ছে বাবার স্বপ্ন
কাড়াকাড়ি করছে
মায়ের আঁচল নিয়ে
হরণ করছে বোনের ইজ্জত
মাটিতে লেগে আছে রক্তের দাগ এখনো ছল ছল করছে সূর্যের আলোয়ে।