ঘুম এবং তুমি!
সেই কবে করিডোরে এঁকেছিলে ছবি
উচাটনে গভীর ভাবনক-
অঙ্গে মেখেছিলে কারুকার্যের রূপালী হলি
তারপর কেটে গেছে অনেকটা বছর -
একদিন জেগে উঠলো আনমনা হয়ে
                                  -রন্ধ্রের চুম্বন!
প্রেম অতপর আমি
বিষাদময় ওয়ার্ডফাইল নীল কুঠিরে
বাজায় বাঁশি শিল্পীর ঢঙে-
ছেঁড়া চাঁদ হাসে মৃদু স্বরে
অস্থির কিবোর্ডের বেগানা টিপে-
তোমাতে আর আমাতে
ফিস-ফিস টর্নেডো নামে দীর্ঘশ্বাসের
আপাদমস্তক গ্লাসভর্তি রসের জলে।
আহা!
তুমি একা আমি একা
বন বাঁদরে থাকি নিরামিষ বাদলা লীলায়
ঘড়ির কাঁটার নিষ্ফলনে- দমকা বেহালায়।