কোলাহল পেরিয়ে - বীরত্বের চেতনায়
মানবমুক্তির জয়গান গেয়ে - রাঙা আস্তরণ
গায়ে মেখে -স্বজাতিকে গৌরবময় ইতিহাস
উপহার দিতে-  
তোমাদের ফিরে আসতে হবে
               -যুদ্ধের ময়দানে  
ক্ষিপ্র হিংস্রত্বের ন্যায়-
সবকিছু বিসর্জন দিয়ে জ্বালিয়ে - পুড়িয়ে
স্বপ্ন ভেঙে বঞ্চিত মানুষের পাশে এসে
দাঁড়াতে হবে-
হত্যার হুমকি যদিও আসে -উগ্রবাদ কট্টরপন্থী  
রাষ্ট্র ক্ষমতাকারীদের পক্ষ হতে
অধিকার ফিরিয়ে আনতে -অযোগ্য গ্রেপ্তারী পরোয়ানা
যদি হাতে পড়ে-
তারপরেও- দাপিয়ে প্রগতিশীল বীরের বেশে
আসতে হবে -তোমাদের
অটুট আদর্শে-
বিশ্বভূমে দিগন্তের স্থাপত্য নিদর্শন তৈরি করতে হবে
জীবনযুদ্ধে ঘনঘটা- নিষিদ্ধ গলিপথ থাকবে
এটাই স্বাভাবিক!
মাঠঘাট উর্বর হাওয়া অপ্রাপ্তির ছায়াপথ
মাড়িয়ে - প্রণয়ের নরম ছোঁয়া ফেলে -দুভুজে
আগামী নির্মাণে রক্তমাখা তরবারি নিয়ে -  জীবন ছন্দের
প্রাণবন্ত অধ্যায় - ফিরে আসতে হবে
ব্যাঘ্র গর্জনে
           -দোর্দণ্ড প্রতাপে
উত্তাল সমুদ্দুর পাড়িয় দিয়ে - বহুবর্ণ সুরে
আসতে হবে - তোমাদের ।